আজকাল ওয়েবডেস্ক:‌ কোনও সুর্নির্দিষ্ট কারণ ছাড়া চলন্ত ট্রেনে চেন টানা শাস্তিযোগ্য অপরাধ। কোনও কারণ ছাড়াই চেন টানলে সেই ব্যক্তির জরিমানা অথবা জেলও হতে পারে। যাত্রীরা অনেকেই এই শাস্তির কথা জানেন না। প্রসঙ্গত, টিকিটহীন যাত্রীরা অনেক সময়ই নির্দিষ্ট স্টেশন আসার আগেই চেন টেনে ট্রেন থামিয়ে নেমে পড়েন। এর ফলে ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। অনেক বৈধ যাত্রীরা সমস্যায় পড়েন। রেলেরও অনেক টাকার ক্ষতি হয়। এমনকী আচমকা ট্রেন টানলে দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়। 

 

 

 

জেনে নিন ট্রেনের চেন টানার বৈধ কারণগুলি।
কোনও সঙ্গী বা শিশু হারিয়ে গেলে ট্রেনের চেন টানা যেতে পারে। আগুন লাগলে চেন টানা যেতে পারে। বয়স্ক মানুষরা ট্রেনে উঠছেন, আচমকা ট্রেন ছেড়ে দিলে তখন থামানোর জন্য চেন টানা যেতে পারে। আচমকা কেউ অসুস্থ হয়ে পড়লে। চুরি বা ডাকাতির মতো কোনও ঘটনা ঘটে থাকলে চেন টানা যেতে পারে।
আর সুনির্দিষ্ট কারণ ছাড়া চেন টানলে ১ হাজার টাকা জরিমানা হতে পারে। কিংবা হতে পারে সর্বোচ্চ এক বছরের জেল।